নিজস্ব সংবাদদাতা : ফের মর্মান্তিক মৃত্যু। এ বার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২১ বছরের এক ভারতীয় তরুণী।২১ মার্চ পেনসিলভেনিয়া পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আর্শিয়া জোশীর। ভারতীয় কনসুলেট জানিয়েছে, তারা নিহতের পরিবারের পাশে রয়েছে। দেহ দেশে ফেরানোর আশ্বাসও দিয়েছে।আর্শিয়ার পরিবার থাকেন দিল্লিতে। তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য এগিয়ে এসেছে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিদেশে কোনও ভারতীয় বিপদে পড়লে বা মৃত্যু হলে তাঁর সাহায্যে এগিয়ে আসে এই সংগঠন। দিন কয়েক আগে মেক্সিকোতে দুই ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়। এক চালকের দেহ অমৃতসরে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছিল এই সংগঠন।গত ২৩ ফেব্রুয়ারি গুলি করে খুন করা হয়েছে শিখ যুবককে। তাঁর নাম রাজ সিংহ। উত্তরপ্রদেশের বিজনোর জেলার বাসিন্দা ছিলেন তিনি। আমেরিকায় এক কীর্তনের দলের সঙ্গে ঘুরছিলেন। আলবামা প্রদেশে একটি গুরুদ্বারের সামনে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ।