Skip to content

৬৯তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা চ্যাম্পিয়নশিপ!

নিজস্ব সংবাদদাতা : খড়গপুরের আন্তর্জাতিক স্তরের টেবিল টেনিস কোচ শ্রীপর্ণা নন্দ ৬৯তম জাতীয় স্কুল গেমস টেবিল টেনিস অনূর্ধ্ব-১৯ ছেলে ও মেয়েদের জম্মু ও কাশ্মীরে নিয়ে গেলেন। বালক দলের কোচ নৈহাটির সুমিত মুখার্জি ও ম্যানেজার অভিজিৎ রানা এবং বালিকা দলের কোচ খড়গপুরের শ্রীপর্ণা নন্দ ও ম্যানেজার মণিশঙ্কর চৌধুরী।

শ্রীপর্ণা ছোট থেকেই টেবিল টেনিস খেলেছেন। স্কুলস্তরের মিনি অলিম্পিকে সোনা জিতেছিলেন। ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান পেয়েছিলেন। জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও একবার তৃতীয় হয়েছিলেন। শ্রীপর্ণা কথায়, “আমার প্রথম ভালবাসা টেবিল টেনিস। তাই জেলায় এই খেলার মানোন্নয়নে, নতুন খেলোয়াড় তৈরি করার দিকেই আমার ঝোঁক বেশি। সেই চেষ্টাতেই এগিয়ে চলেছি।”

Latest