Skip to content

জেসিবির ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় ফুঁসছে বাঁশদ্রোণী!

নিজস্ব সংবাদাতা: মহালয়ার দিন সকালে সাইকেল নিয়ে পড়তে যাচ্ছিল নবম শ্রেণির এক পড়ুয়া। দীনেশ নগর অটো স্ট্যান্ডের সামনে পিছন থেকে আসা একটি জেসিবিকে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে পাশে দাঁড়ায়। ওই জেসিবিটিই যাওয়ার সময় পড়ুয়াকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় পড়ুয়া রাস্তাতেই লুটিয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। তারই ফলে সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উত্তেজিত জনতা ঘাতক জেসিবিটি ভাঙচুর করেন। পরে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। এমনকি এক কনস্টেবলকেও মারধরের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যখন বিক্ষোভ চলছিল হঠাৎ করে তখন বাইরে থেকে এক দল বহিরাগতরা স্থানীয় বিক্ষোভকারী মহিলাদের গায়ে হাত তোলেন। বিক্ষোভকারীরা স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার বলেন, “ড্রেনেজের কাজ হচ্ছে। বড় প্রজেক্টের কাজ। সেটা তো সময় লাগে। আমরা কি জানি এরকম ঘটনা ঘটবে? এত বড় বড় কাজ হয়েছে আগে, এরকম তো ঘটেনি। দায় বলতে কী? এখানে দায় কীসের? আমরা ওর পরিবারের পাশে রয়েছি।” ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “ওখানে ড্রেনেজের কাজ হচ্ছিল। আমরা আছি ওর পরিবারের পাশে। কনডাক্টরকে ডাকা হয়েছে। দেখা হবে কী গাফিলতি? সেই অনুযায়ী কেস হবে। নিশ্চয়ই শাস্তি পাবে।”

Latest