Skip to content

আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুরে!

1 min read

নিজস্ব সংবাদদাতা : আরজি কর-কাণ্ডে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য-সহ দেশের চলছে প্রতিবাদ আন্দোলন।এই সময় ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আসানসোলের সালানপুর থানার ডাবর গ্রামে।অভিযোগ ডাবরগ্রামের বাসিন্দা ৭২ বছর বয়সী প্রৌঢ় সুবোধ মাহাত ও আট নয় বছরের এক আদিবাসী নাবালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কখনও বিস্কুট, কখনও চকোলেটের ডেকে নাবালিকার শ্লীলতাহানির করতো। আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুরে গ্রামের এক মন্দিরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে শ্লীলতাহানী করতো। বিষয়টি ওই নাবালিকা তার এক বান্ধবীকে বললে সে তার গৃহ শিক্ষিকা জানায়। গৃহশিক্ষিকা বিষয়টি জানতে পেরে নাবালিকার পরিবারকে জানায়। এরপর বিষয়টি জানাজানি হতেই ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অভিযুক্ত প্রৌঢ়ের বাড়ি চড়াও হয়। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।পরে উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাত থেকে কোন রকমে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে। পরে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।

Latest