Skip to content

সরকারি প্রকল্পের নতুন সেতুর একাংশ বসে গেল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের ১৫ নং ওয়ার্ডের ভীমচক এলাকায়।এক বছরের মধ্যেই তৈরি হওয়া নতুন সেতুর একাংশ বসে গেল, কাজের মান নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। কয়েকদিন থেকে দফায় দফায় বর্ষণের জেরে মেদিনীপুর শহরের বড় নিকাশি নালা দ্বারিবাঁধ খালের উপর ১৫ নং ওয়ার্ডের ভীমচক এলাকায় তৈরী রামচন্দ্র ব্যানার্জী সেতুর গার্ডওয়ালের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে। মেদিনীপুর পৌরসভার পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে আসেন। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দেড় থেকে দুবছর আগে ২৫ লক্ষ টাকা ব্যায়ে এটি নির্মাণ করা হয়েছে। কিন্তু গার্ডওয়াল গুলি কোনো রকম রড ছাড়াই ঢালাই করা হয়েছে। কাজের মান খারাপ হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই তা ভেঙ্গে পড়েছে। অন্যদিকে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, হঠাৎ প্রবল বর্ষণ হওয়ার কারণে জলের তোড়ে খালের কংক্রিটের বাঁধানো পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা পেরোলেই তা মেরামত করা হবে।

Latest