নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের সেপকো টাউনশিপের একটি ভাড়াবাড়িতে রাত বাড়লেই কম বয়সী মহিলাদের আনাগোনা বারে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেপকো টাউনশিপেও পার্লারের আড়ালে, আবার কোথাও প্রকাশ্যে বাড়ির মধ্যে সেক্স র্যাকেট চলছে। এ নিয়ে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন পুলিশ–প্রশাসনের কাছে। বাসিন্দাদের কথায়, আগামী কয়েকদিনের মধ্যে কোনও ব্যবস্থা গ্রহণ না করা হলে যে সব জায়গায় অসামাজিক কাজকর্ম হচ্ছে সেখানে ঘেরাও করা হবে। সেপকো টাউনিশিপের বাসিন্দাদের অভিযোগ, এখানকার ১৫এ/১ নম্বর স্ট্রিটের একটি বাড়িতে চলছে সেক্স র্যাকেট। বাসিন্দাদের দাবি, প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওই বাড়িতে বেশ কয়েকজন মহিলা ঢোকে। শুরু হয় ফূর্তির আসর। চলে রাত দুটো থেকে তিনটে পর্যন্ত। সন্ধে থেকে রাত পর্যন্ত ওই বাড়িতে ১৬ থেকে ৩০ বছর বয়সি ছেলেমেয়েদের যাতায়াত লেগে থাকে। ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে,তদন্ত চালাচ্ছে পুলিশ।