আসানসোল নিজস্ব প্রতিবেদন : রবিবার রাত ১১টা নাগাদ এই ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার সুমথপল্লি হয় । এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠল। ব্যবসায়ী দীপঙ্কর চট্টোপাধ্যায়ের বার্ণপুরের সুভাষপল্লিতে দোকান আছে। রবিবার রাতে দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফিরছিলেন। বাড়ির একেবারে কাছে গলিতে ঢোকার মুখে কালো পোশাক পরা এক যুবক তাঁর রাস্তায় আটকায় বলে অভিযোগ। ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল। তার সঙ্গেই বাইকে চেপে আসে। এরপরই পিস্তল দেখিয়ে দীপঙ্করকে যা আছে তা দিতে বলে। যদিও ওই ব্যবসায়ী রুখে দাঁড়ানোয় পালিয়ে যায় অভিযুক্তরা।