পুরুলিয়া নিজস্ব প্রতিবেদন : বারবার অভিযোগ করেও ফেরেনি রাস্তার হাল। তাই এবার পঞ্চায়েতের উপর ভরসা না রেখেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করলেন পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বারমেশা রামনগর অঞ্চলের ধাদকার গ্রামবাসীরা।জানা গিয়েছে এই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। যার জেরে ফসল ঘরে নিয়ে আসতে সমস্যা হয়। রোগী থেকে গর্ভবতী মহিলা সারা বছরই কষ্ট পান এই রাস্তার জন্য। তাই নিজেদের মধ্যে চাঁদা তুলে মঙ্গলবার বিকেল থেকে শুরু করেছেন রাস্তা ঠিক করার কাজ। একেবারে প্রত্যন্ত এলাকায় থাকা এই গ্রামের প্রধান রাস্তার হাল শোচনিয় বলে দাবি গ্রামবাসীদের। তাঁরা বলেন, বাম আমলে এখানে হয়েছিল রাস্তা ঢালাইয়ের কাজ। এই রাস্তার বেশ কিছু অংশ বেহাল হয়ে পড়ে। চার বছর ধরে বার বার এনিয়ে গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও লাভ হয়নি। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছেন তারা।