Skip to content

বহরমপুর জওহর নবোদয বিদ্যালয়ে আর্ট স্ট্রিট: থিমযুক্ত ওয়াল পেইন্টিং!

নিজস্ব সংবাদদাতা : বহরমপুরের জওহর নবোদয় বিদ্যালয়ে শুরু হয়েছে ওয়াল পেইন্টিং উৎসব। বিভিন্ন রঙের প্রলেপ দিয়ে রাঙিয়ে তুলেছে বহরমপুর জওহর নবোদয বিদ্যালয়ে একাডেমিক ব্লকের দেয়াল। সোমনাথ বিশ্বাস মহাশয়ের তত্ত্ববধানে ক্লাস ৭ থেকে ১১ শ্রেণীর ছাত্র ছাত্রীরা তারা মেতে উঠেছে দেয়াল চিত্র অঙ্কন।সোমনাথ বাবু নবোদয বিদ্যালয়ে অঙ্কন শিক্ষক। এই প্রদর্শিত রয়েছে বিভিন্ন রাজের ট্র্যাডিশনাল আর্ট কালচার ।কোথাও মিনিয়েচার পেইন্টিং,কোথাও ফাদ পেইন্টিং,গন্ড পেইন্টিং, কালীঘাট পেইন্টিং,পটচিত্র,মধুবানি পেইন্টিং ইত্যাদি। সোমনাথ বাবু জানান শিল্প সাংস্কৃতিক দিক থেকে আমাদের দেশ অনেক পুরনো শিল্প সংস্কৃতি তার নাম আছে। বিশ্বজুড়ে আমাদের দেশের আলাদা আলাদা রাজ্যের শিল্প সংস্কৃতি করা হয় ।তাই ছাত্র ছাত্রীরা উৎসাহে সাথে শিল্পকে বাঁচানোর তাগিদে এক ফ্রেমে বেঁধে রাখতে চায়।রোজ বিকাল ৪ - ৬টা পর্যন্ত ওয়ার্কশপ চলছে ।সোমনাথ বাবু আরও বলেন স্কুলের সবাই ছেলে মেয়েদের উৎসাহ দিচ্ছে।আগামী দিনে তারা আরো নতুন চিত্র অঙ্কন করতে চায়।ভবিষ্যতে এ রকম প্রশংসনীয় কর্মকাণ্ড অব্যাহত থাকবে আশা করি।

Latest