নিজস্ব সংবাদদাতা : ৫৬ জন ছাত্রছাত্রীদের নিয়ে বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের এক অভিনব বিশ্বরেকর্ড সৃষ্টি করলো। প্রত্যেক দিনই বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ও জলের বোতল ব্যবহারের পর তা রাস্তায় বা বাড়ির চারপাশে পড়ে থাকে। এর ফলে বাড়ছে পরিবেশ দূষণ। বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে বরং তাকে নানা আকার ও রূপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর নানা জিনিস।

প্লাস্টিকের বোতলের মুখের অংশটি কেটে নিয়ে ৫০টি করে ভিন্ন প্রজাতির ফুল এঁকেছে তারা । মোট ২৮০০টি ফুল অঙ্কনের মাধ্যমে তারা এক অনন্য বিশ্বরেকর্ড গড়ে তুলেছে। এই ক্ষুদ্র স্থানে এত সূক্ষ্ম অঙ্কন করা অত্যন্ত কষ্টসাধ্য হলেও ছাত্রছাত্রীরা অসাধারণ দক্ষতা ও মনোযোগের সঙ্গে তা সম্পন্ন করলো। তাদের এই সাফল্য আঁকার জগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। কিছুদিন আগেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আইবিআর রেকর্ডে নাম লিখিয়েছিল। কিন্তু আজকের এই রেকর্ড সম্ভব হয়েছে তাদের কঠোর পরিশ্রম, শিল্পকলা শিক্ষক সোমনাথ বিশ্বাসের নিরলস তৎপরতা এবং বিদ্যালয়ের প্রিন্সিপাল তপন মিস্ত্রীর আন্তরিক সহযোগিতার ফলে।

সোমনাথ বিশ্বাস পেশায় তিনি শিক্ষক। নেশায় তিনি শিল্পী। তিনি বলেন আর্ট ইন এডুকেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সার্বিক বা হোলিস্টিক উন্নয়ন ঘটছে, যা বর্তমান শিক্ষাব্যবস্থায় অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি সৃজনশীলতা ও বাস্তব প্রয়োগের দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। এটি সমাজে এক ইতিবাচক বার্তা দিচ্ছে যে, আর্ট ও ক্র্যাফটের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টই আগামী দিনের সাফল্যের চাবিকাঠি, যা “নতুন ভারত গড়ো” অভিযানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।