ঢাকা, জাকির হোসেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দাবি পূরণ না হলে, তাঁরা চরম পথ বেছে নিতে পিছু পা হবে না বলে সতর্ক করে দিয়েছে৷ রবিবার সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং ওই বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত সাতটি কলেজের পড়ুয়াদের মধ্যে খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী। ঢাকার নীলক্ষেত মোড়ে দফায় দফায় অশান্তি ও সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলেই খবর। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওই সাত কলেজের সমস্ত ক্লাস এবং পরীক্ষা বাতিল করে দেওয়া হয়৷ সোমবার দুপুরে ওই সাতটি কলেজের পড়ুয়ারা একসঙ্গে সাংবাদিক বৈঠক করে নে ৭ দফা দাবি পেশ করেন৷ কারও কারও ধারণা শিক্ষা সংশ্লিষ্ট ইস্যুগুলোর বাইরের কিছু বিষয়ও মাঝে মধ্যে শিক্ষার্থীদের রাস্তায় নামার বিষয়ে ভূমিকা রেখেছে এবং এর কোন কোনটির মধ্যে শিক্ষকদের ইন্ধনের অভিযোগও পাওয়া গেছে বিভিন্ন সময়ে। যদিও কলেজগুলোর শিক্ষকরা সবসময়ই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।