নিজস্ব সংবাদদাতা : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারির পর থেকে ফের উত্তপ্ত রয়েছে বাংলাদেশ। গ্রেপ্তারি নিয়ে টানাপড়েনের মধ্যেই চিন্ময় কৃষ্ণ ও ইসকনের সঙ্গে যুক্ত ১৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩০ দিনের জন্য অ্যাকাউন্টগুলি ‘ফ্রিজ’ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা।চিন্ময় প্রভু-সহ তালিকায় রয়েছেন কার্ত্তিকচন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশচন্দ্র অধিকারী ও সজল দাস।বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় ইসকন ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হল। একই সঙ্গে তাঁদের মালিকানাধীন সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাব সংক্রান্ত তথ্য আগামী তিন দিনের মধ্যে দপ্তরে পাঠাতে হবে। এখানেই প্রশ্ন উঠছে নিষিদ্ধের দাবি খারিজ হয়ে যাওয়ায় কি এবার আর্থিক দিক থেকে ইসকনকে চাপে ফেলতে চাইছে ইউনুস সরকার? তাই কি এই পদক্ষেপ?