নিজস্ব সংবাদদাতা : শনি-রাতের আইপিএল ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অনুরাগীদের মন ভারাক্রান্ত ছিল । আইপিএলের ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার সিএসকে প্লে অফে উঠল না। শনি-রাতের আইপিএল ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অনুরাগীদের মন ভারাক্রান্ত ছিল। আর তার ঠিক উল্টোটা ছিল আরসিবি ভক্তদের মনে। এত ফুর্তি, এত খুশিতে আরসিবির অনুরাগীদের মরসুমের শুরুর দিকে দেখা যায়নি।শনি-রাতে বিরাটরা চেন্নাইকে হারাতেই বেঙ্গালুরুর পথ-ঘাটে যেন নেমে এসেছিলেন সেখানকার সকল আরসিবি ভক্তরা। বিরাটরা জেতার পর আতসবাজিও দেখা যায় বেঙ্গালুরুর আকাশে।
This was at 1:30 am tonight… This is what makes it all the more special. ❤ We have the best fans in the world and we’re so proud of it. 🤗#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvCSK pic.twitter.com/tVnVRoxQ8O
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 18, 2024
