Skip to content

বেঙ্গালুরুর অনুরাগীরা ভোর ৩টে-তেও আলাদাই মেজাজে ছিলেন!

নিজস্ব সংবাদদাতা : শনি-রাতের আইপিএল ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অনুরাগীদের মন ভারাক্রান্ত ছিল । আইপিএলের ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার সিএসকে প্লে অফে উঠল না। শনি-রাতের আইপিএল ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অনুরাগীদের মন ভারাক্রান্ত ছিল। আর তার ঠিক উল্টোটা ছিল আরসিবি ভক্তদের মনে। এত ফুর্তি, এত খুশিতে আরসিবির অনুরাগীদের মরসুমের শুরুর দিকে দেখা যায়নি।শনি-রাতে বিরাটরা চেন্নাইকে হারাতেই বেঙ্গালুরুর পথ-ঘাটে যেন নেমে এসেছিলেন সেখানকার সকল আরসিবি ভক্তরা। বিরাটরা জেতার পর আতসবাজিও দেখা যায় বেঙ্গালুরুর আকাশে।

Latest