নিজস্ব সংবাদদাতা : শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ভোট গণনার তিন ঘন্টা পর, এনডিএ ১৯২টি আসনে এগিয়ে রয়েছে। নীতীশ কুমারের জেডি(ইউ) ৮৪টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে রয়েছে ৮০টি আসনে। চিরাগ পাসওয়ানের এলজেপি-আরভি ২৩টি আসনে এগিয়ে এবং জিতন রাম মাঝির এইচএএম ৪টি আসনে এগিয়ে রয়েছে। মহাগঠবন্ধন মাত্র ৪৮টি আসনে এগিয়ে ছিল, যার মধ্যে আরজেডি ৩৫টিতে সিপিআই(এমএল) ৬টি আসনে আর কংগ্রেস ৫টি আসনে এগিয়ে রয়েছে। সিপিআইএম ১টি আসনে এগিয়ে ছিল। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও আরজেডি নেতা তেজস্বী যাদব রাঘোপুর আসন থেকে পিছিয়ে পড়েছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে প্রথমবার ভোটযুদ্ধে নামা জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর আলীনগর আসন থেকে এগিয়ে রয়েছেন। নীতীশ-বিজেপি জোটের জয়জয়কারের ছবি সামনে আসতেই পাটনায় নীতীশ কুমারের কার্যালয়ে উচ্ছ্বাসে ছবি। সেলিব্রেশনে মাতোয়ারা কর্মী-সমর্থকরা। তবে সমীকরণ তছনছ করে কী আরজেডি-কংগ্রেস-বামেদের মহাজোট পারবে ক্ষমতা দখল করতে?
বিহারের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ!