নদীয়া, নিজস্ব সংবাদাতা : প্রেমের সম্পর্ক ছিল দুজনের। হয়েছিল বিয়েও। বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই চির নিদ্রার দেশে পাড়ি দিতে হল কল্যাণীর হরিণঘাটা থানার জাহিরা পাড়ার বাসিন্দা বছর ২২ এর তরুণী নীতিকা বিশ্বাস রায়কে। বিয়ে হয়েছিল হরিণঘাটা থানারই বসন্তপুর এলাকার বাসিন্দা আকাশ রায়ের (২৪) সঙ্গে। মৃতা তরুণীর পরিবারের সদস্যদের বক্তব্য, বিয়ের পর প্রথম দিন থেকেই অভিযুক্ত স্বামী আকাশ পণের দাবিতে অত্যাচার চালাত। তরুণী তা মানতে রাজি না হওয়ায় অত্যাচার আরো বাড়তে থাকে। বাপের বাড়িতেও জানিয়েছেন নীতিকা। এই অবস্থায়,শুক্রবার সন্ধ্যায় তাঁর বাপের বাড়ির কাছে খবর যায় নীতিকা বেঁচে নেই বলে। দেখেন নীতিকাকে মেঝেয় শোয়ানো রয়েছে। ব্যাপারটি অস্বাভাবিক লাগে তরুণীর পরিবারের। জামাইয়ের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ করে মৃতার পরিবার। এরই ভিত্তিতে ভিত্তিতে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণী নীতিকার এক আত্মীয় বলেন, “ওদের দাবি নিতিকা গলায় দড়ি দিয়েছে। আমরা তা মানছি না। আমাদের অনুমান মেয়েকে মারধর করে খুন করা হয়েছে। দোষীর কঠোর শাস্তি চাই।”