Skip to content

সাতসকালে শান্তিপুরে রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য...

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সকালবেলা নদিয়ার শান্তিপুরে বাড়ির অদূরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম হাসিম মণ্ডল। বয়স ৩৫ বছর। তিনি সাহেবডাঙা মধ্যপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, এদিন সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক যুবককে। তাঁর পাশেই পড়ে ছিল একটি বাইক। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃতের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়— পরিকল্পিত খুন।পরিবারের পক্ষ থেকে অভিযোগ, যুবককে হত্যা করে ঘটনাস্থলে দেহ ফেলে দেওয়া হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতিদিনই রাত করে ফিরতেন যুবক। বুধবার রাতে বাড়ি থেকে বেরন রাতে আর বাড়ি ফেরননি। তাই বিষয়টি খুব একটা আমল দেয়নি পরিবার। কিন্তু গভীররাতেও বাড়ি না ফেরায় দুশ্চিতায় পড়ে পরিবার। আত্মীয়দের দাবি, ফোন করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। সুইচ অফ ছিল ফোন। তারপর সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাসিমের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাশেই পড়েছিল তাঁর বাইকও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং বাইক ও অন্যান্য আলামত খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শান্তিপুরে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে পরিবার ও এলাকাবাসী।

Latest