Skip to content

দুর্গাপুর-পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ!

নিজস্ব সংবাদদাতা:  দুর্গাপুরের ফরিদপুর থানার আরতী গ্রামের বানপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মজুত থাকা বোমা বিষ্ফোরনের ঘটনায় চাঞ্চল্য। শনিবার ১৭ই মে দুপুরে দুর্গাপুরের ফরিদপুর ব্লকের লাউদোহা থানার আরতি গ্রামের উত্তরপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে ঘটে রহস্যজনক বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে বাড়ির একাংশ ভেঙে পড়ে, আশেপাশের বেশ কিছু বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় বাড়িটির পাশে খেলছিল একটি শিশু। বিস্ফোরণের ধাক্কায় সে ছিটকে পড়ে যায় এবং আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোট গুরুতর না হলেও, গ্রামজুড়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই পরিত্যক্ত বাড়িতে গোপনে দেশি বোমা মজুত করা ছিল। তাঁদের ধারণা, কোনও একটি বোমায় পা চাপ পড়ায় বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বহুদিন ধরেই সন্দেহজনক কার্যকলাপ চলছিল বলে দাবি করছেন গ্রামবাসীরা। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকা ঘিরে ফেলে ব্যারিকেড করা হয়। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দেশি বোমার বিস্ফোরণ বলেই অনুমান।

Latest