Skip to content

অভিনব কায়দায় বাংলাদেশ থেকে সাইকেলের রডের ভিতরে সোনা লুকিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা, ধরা পড়ল BSF-এর হাতে!

মুর্শিদাবাদ নিজস্ব সংবাদদাতা : ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তে পাচারের ঘটনা তা মানুষের অজানানয়। প্রায় খবর পাওয়া যায় বিভিন্ন সময়ে বিএসএফ পাচারকারীদের সেই ছক বানচাল করে। এবার ঘটল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া এলাকায়। সাইকেলের রডের মধ্যে সোনা ঢুকিয়ে পাচার করতে গিয়েও হল না লাভ। পাকড়াও প্রত্যেক পাচারকারী।জানা যায়, বাংলাদেশ থেকে সাইকেলের রডের ভিতরে সোনা লুকিয়ে অভিনব কায়দায় ভারতে প্রবেশ করার চেষ্টা করার চেষ্টা করছিল এক পাচারকারী । তবে জলঙ্গীর ১৪৬ নম্বর BSF জওয়ান টহলদারি চালাচ্ছিলেন সেখানে। সেই সময় বিএসএফকে দেখে ওই পাচারকারী সাইকেল ফেলে পালিয়ে যায়। বিএসএফের সন্দেহ হওয়ায় ওই সাইকেলটিকে টুকরো টুকরো করলে সাইকেলের রডের ভেতর থেকে ৫৩৫ গ্রাম সোনা উদ্ধার করে। বর্তমানে BSF তল্লাশি শুরু করেছে ওই পাচারকারীর খোঁজে।

Latest