Skip to content

ঝাড়গ্রাম জেলার পরিবেশবান্ধব ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে সমাজকর্মীর বিবাহবার্ষিকী উদযাপন!

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা: একটু ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান।পরিবেশ বান্ধব কর্মসূচি এবং সমাজসেবা মূলক কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে নিজেদের বিবাহ বার্ষিকী পালন করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ নং ব্লকের দাস দম্পতি। আশুই গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ কর্মী সনাতন দাস ও তাঁর স্ত্রী কবিতা দাস তাঁদের ২১ তম বিবাহ বার্ষিকীতে একধারে যেমন চারাগাছ রোপণ ও বিতরণ করলেন তেমনি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের মধ্যে মশারী বিতরণ করলেন। দাস দম্পতি জানান, তাঁদের এই উদ্যোগের একমাত্র কারণ তীব্র তাপদাহ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। সেই সঙ্গে এদিন মশা বাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষজনকে সচেতন করা।

গোপীবল্লভপুর থানা এলাকার অধিবাসী অধ্যুষিত ধোবাডাহি গ্ৰামে ৮০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল মশারি।বিবাহ বার্ষিকীর পালনের এই অভিনব উদ্যোগে অংশ নিলেন গোপীবল্লভপুরের কবি,সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ ও কচিকাঁচারা। সনাতন দাস ও তাঁর স্ত্রী এদিন ধোবাডাহি গ্রামে রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় শতাধিক মতো চারাগাছ রোপণ করার উদ্যোগ নেন। এদিন সনাতন বাবু ও তাঁর স্ত্রী কবিতা দাস, জানান এলাকায় ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি করতে মশারি বিতরণের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বৃক্ষরোপন ও চারা গাছ বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দা অনুপ কর, অনিমেষ সিংহ,উৎপল তালধীরা দাস দম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এই দাবদাহের মাঝে যাতে সমস্ত গাছগুলোকে বাঁচিয়ে তোলা যায়, সেবিষয়ে নজর দেবার জন্য গ্রামবাসীদের কাছে অনুরোধ জানিয়েছেন দাস দম্পতি।

Latest