Skip to content

দর্শকদের বল ও জার্সি উপহার দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি!

নিজস্ব সংবাদদাতা : রবিবার সন্ধেতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে একধাপ এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস । ঘটনাক্রমে এ মরশুমে এটাই ছিল ঘরের মাঠে হলুদ ব্রিগেডে শেষ ম্যাচ এবং মহেন্দ্র সিংহ ধোনির। অনেকে আবার এটিকে চিপকের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির শেষ ম্যাচ বলেও দাবি করছেন। রাজস্থান-সিএসকে ম্যাচ শেষে আম্বাতি রায়াডুর দাবি ধোনি চেন্নাইতে এতটাই জনপ্রিয় যে সেখানকার জনগণ তাঁর নামে মন্দির পর্যন্ত তৈরি করতে পারে।ধোনির নামে মন্দির তৈরির পরামর্শ কিন্তু একেবারে অযৌক্তিক কিছু নয়। এর আগে রজনীকান্ত এবং কুশবুর মতো জনপ্রিয় তারকাদের মন্দির তৈরি করেছেন তাঁদের অনুরাগীরা। সেই থেকেই রায়াডু সম্ভবত ধোনির নামে মন্দির তৈরির করার পরামর্শ দেন। এদিন ম্যাচ শেষে ধোনিসহ গোটা সিএসকে দলকে মাঠে উপস্থিত সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। দর্শকদের উদ্দেশে ধোনিকে ব়্যাকেট দিয়ে বলও ছুড়তে দেখা যায়। সিএসকে প্রাক্তনী সুরেশ রায়নাও বাকিদের সঙ্গে ক্ষণিকের জন্য এই 'ল্যাপ অফ অনার'-এ যোগ দেন। ধোনি রায়নাকে জড়িয়ে ধরে তাঁকেও বল ছোড়ার জন্য অনুরোধ করেন।

Latest