Skip to content

শুভাষিনী মেমরিয়াল ট্রাস্ট ও মানিকলাল মেমোরিয়াল ফাউন্ডেশনেরযৌথ উদ্যোগে বস্ত্র বিতরন!

1 min read

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : বাঙালির বড়ো উৎসব দুর্গা পূজা। এই উৎসবকে সামনে রেখে লালগড় এলাকার মেট্যাল গ্রামের শবর ও সর্দার সম্প্রদায় মানুষের হাতে মহালয়ার দিনে মেদিনীপুরের শুভাষিনী মেমোরিল ট্রাস্ট ও মানিকলাল মেমোরিয়াল ফাউন্ডেশন পক্ষ থেকে যৌথ উদ্যোগে মোট ৭২ জন শিশু ও নারী পুরুষের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।সহযোগিতায় ছিল কিন্ডার স্মার্ট স্কুল। উপস্তিত ছিলেন শুভাষিনী মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ড: নকুল মণ্ডল,মানিকলাল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড:বিশ্বজিৎ সেন , সম্পাদক নলিনী করণ, সদস্য অধ্যাপক তাপস মিশ্র, সুভেন্দু কর, মানস পাণ্ডে, অধ্যাপক চিন্ময় মণ্ডল প্রমুখ। সংগঠনের পক্ষে সুদীপ কুমার খাঁড়া জানান,তাঁরা সারা বছর বেশ কিছু সামাজিক কাজ করে থাকেন। তার মধ্যে পূজোর আগে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচী অন্যতম। নতুন পোশাক হাতে পেয়ে কচিকাঁচারা বয়স্ক পুরুষ ও মহিলা ভীষণ খুশী। উভয় সংগঠনের সভাপতিদ্বয উপস্থিত সবাইকে পূজার শুভেচ্ছা জানান।

Latest