দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টার চত্বরে থাকা একটি হোটেলে থেকেই পুরুলিয়া ভোটের প্রচার চালাচ্ছেন। শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর শেষ করে আকাশ পথে আসেন অণ্ডাল বিমানবন্দরে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর চত্বরে দেখা যায় নেতা-কর্মীদের ভিড়। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। রবিবার দুপুর বারোটা নাগাদ হোটেল থেকে তিনি যখন বের হন, তৃণমূল ছাত্র পরিষদের যুবনেতারা মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দেয়। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে পুরুলিয়া যাওয়ার কথা থাকলেও তিনি সড়কপথেই পুরুলিয়ার উদ্দেশে রওনা দেন। একাংশের দাবি, আবহাওয়া ঠিক না থাকার জন্য তিনি হেলিকপ্টারে যাননি। অন্য একটি অংশের দাবি হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের জন্য তিনি সড়কপথে গিয়েছেন।
খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে পুরুলিয়া গাড়িতে যাতায়াত করলেন!
