নিজস্ব সংবাদদাতা : এবারই প্রথম ডুরান্ড কাপ খেলছে ডায়মন্ড হারবার এফসি। ডুরান্ডের প্রথম ম্যাচেই জয় ডায়মন্ড হারবারের। ২-১ গোলে হারাল মহামেডান স্পোর্টিংকে। যদিও প্রথম ৩৬ মিনিটে গোল করে এগিয়ে যান মহামেডান (আদিসন)। ৫১ মিনিটে গোল শোধ করে ডায়মন্ড হারবার (রুয়াতকিমা)। ম্যাচে একাধিক সুযোগ পায় মহামেডান। সেগুলো কাজে লাগাতে না পেরে শেষে সংযুক্ত সময়ে গোল করে ডায়মন্ড হারবারের জয় নিশ্চিত করে লুকা মাজসেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় নিশ্চিত করল ডায়মন্ড হারবার এফসি।