Skip to content

আউটডোরে অপেক্ষায় রোগী, পিকনিকে মাছ-মাংসে মজে ডাক্তার-নার্সরা!

দুর্গাপুর নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের প্রথম দিনে ছুটির মেজাজ হলেও চালু থাকে জরুরি পরিষেবা। তবে অন্ডালের খান্দরা গ্রামীণ হাসপাতালে দেখা গেল একেবারে ভিন্ন ছবি। হাসপাতালের ইনডোরে ভর্তি প্রসূতি, আউটডোরে চিকিৎসকের অপেক্ষায় রোগীরা, আর ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা মেতে রয়েছেন পিকনিকে। অভিযোগ অন্তত এমনটাই। আউটডোরে বেশ কিছু রোগী দীর্ঘক্ষণ অপেক্ষার পর হতাশ হয়ে ফিরে গেলেন বাড়ি। খোঁজ নিয়ে জানা যায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ব্যস্ত পিকনিকে। স্বাস্থ্যকেন্দ্রের তিনতলায় তখন চলছে ভুরিভোজের আয়োজন।বেলা দেড়টার পর শুরু হয় খাওয়াদাওয়ার পর্ব।  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৩০ জনের জন্য এই আয়োজন বলে জানান ক্যাটারিং-এর দায়িত্বে থাকা এক কর্মী।

Latest