Skip to content

দুর্গাপুরে মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরে মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতা তরুণী ভিনরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিকে যে মেডিক্যাল কলেজে তিনি পড়তেন, সেটি বেসরকারি বলে জানা গিয়েছে। বেসরকারি হাসপাতালের পিছনের দিকের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অভিযুক্তরা কলেজের কেউ নয়, তারা বহিরাগত দুষ্কৃতী।

রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতা তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তরুণীর পরিবার জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ওই পড়ুয়া সহপাঠীদের সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন ফুচকা খেতে। সেই সময় কয়েকজন যুবক ওই তরুণীর পথ আটকায় এবং জোর করে হাসপাতালের পিছনের দিকে থাকা একটি জঙ্গলে নিয়ে যায়। এদিকে দুষ্কৃতীদের তাড়া খেয়ে তরুণীর সঙ্গে থাকা বন্ধুটি পালিয়ে যান বলে জানা যায়। এদিকে গণধর্ষণ করার পর ডাক্তারি পড়ুয়ার মোবাইলটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এদিকে ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেছেন, 'আমি এখানে আর ওকে পড়াব না। আমি ওকে বাড়ি নিয়ে চলে যাব।'এর আগে এই রাজ্যে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এদিকে কয়েক মাস আগেই কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছিল। আর এবার দুর্গাপুরে বেসরাকরি হসপাতালের কাছে ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করলেও দুর্গাপুরের নিউটাউশিপ থানার পুলিশ এখনও কোনও অভিযুক্তকে ধরতে পারেনি। দুষ্কৃতীদের কোনও নামও জানা যায়নি।

Latest