Skip to content

দুর্গাপুরে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ কাণ্ড নিয়ে ব়াজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নির্যাতিতাকে তাঁর বাবা এ রাজ্যে আর রাখতে চান না বলে রবিবার জানিয়েছেন ৷

তাঁর সেই বক্তব্যের প্রেক্ষিতেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বোঝা বলে নিশানা করেন বিরোধী দলনেতা ৷ এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন “যে কাজ মুখ্যমন্ত্রীর করার কথা ছিল, আমি আজ দুর্গাপুরের সেই কাজ করতে এলাম । মুখ্যমন্ত্রীর নিজস্ব চার্টার্ড বিমান রয়েছে, হেলিকপ্টার রয়েছে। তিনি উত্তরবঙ্গ যাওয়ার আগে অন্ডাল বিমানবন্দরে নেমে নির্যাতিতা মেয়েটির সাথে এবং তার যারা চিকিৎসা করছেন সেই চিকিৎসকদের সাথে কথা বলে যেতেই পারতেন। তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আবার তিনিই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সুতরাং তাঁর যে দায়িত্ব ছিল এই ক্ষেত্রে তিনি তা পালন করেননি বলেই রাজ্যের বিরোধী দলনেতাকে আসতে হল।” পাশাপাশি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমরা ওড়িশার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারিনি। আমরা লজ্জিত। আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসেননি, ফোনও করেননি। অথচ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ফোন করে সহানুভূতি জানিয়েছেন এবং ছাত্রীর ভবিষ্যতের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।” অন্যদিকে নির্যাতিতার পরিবারকে আশ্বস্ত করে শুভেন্দু জানিয়েছেন, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখবেন। এছাড়া তিনি জলেশ্বরে নির্যাতিতার বাড়িতেও যাবেন।

Latest