Skip to content

সাহায্যের হাত বাড়ালেন দুর্গাপুরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী!

দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রামের বাসিন্দা রিক্সা চালক বাবা খাইরুল শেখের এই ছয় বছরের শিশুটি (ঈশান সেখ) খেলতে গিয়ে দুর্ঘটনায় হঠাৎ মাথার খুলি ফেটে যায়।খেলতে গিয়ে মাথায় গভীর চোট পায় শিশু। চিড় ধরে খুলিতে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যায় পরিবার। বিপদমুক্ত হতে প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচারের। কিন্তু, অর্থের অভাবে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা-মার। শেষমেষ শিশুটির চিকিৎসার দায়িত্ব দিলেন বিধায়ক। ঘটনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে।শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মাস দু'য়েক আগে খেলা করতে করতে হঠাৎ মাথার উপর ভর দিয়ে পড়ে যায়। দুর্ঘটনায় গভীর চোট লাগে মাথাতে। চিড় ধরে করোটিতে (মাথার খুলি)। প্রাথমিক চিকিৎসা করানো হয়। কিন্তু তাতে বিপদমুক্ত হয়নি সে। চিকিৎসকরা জানান, মাথায় জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। যা যথেষ্ট খরচা সাপেক্ষ। আর্থিক সঙ্গতি না থাকাই ছেলের চিকিৎসা করানো নিয়ে মহা বিপদে পরে শিশুটির বাবা ও মা।

Latest