নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার ৫ই ডিসেম্বর থেকে স্থানীয় রাজীব গান্ধী স্মারক ময়দানে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব ২০২৫। ইতিমধ্যেই টলিউড-বলিউড এর বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী দুর্গাপুর উৎসবের মূল মঞ্চ উপস্থিতিতে উজ্জ্বল হয়েছে। বহুদিন পর গত সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী ডাক্তার তথা বলিউডের বিখ্যাত সংগীতশিল্পী পালাক মুচ্ছালের সঙ্গীতা অনুষ্ঠান দেখতে দুর্গাপুর উৎসব মঞ্চে। কমবেশি এক ঘন্টা তিরিশ মিনিটের মঞ্চ কাপানো পরিবেশনায় দুর্গাপুরের হাজার হাজার মানুষের মন জয় করে নিলেন পালক মুচ্ছাল। শিল্পী পালক মুচ্ছালের এর অনুষ্ঠানের অনেক আগে থেকেই দুর্গাপুরের সংগীত প্রেমী মানুষের বিশাল ভিড় জমে যায় দুর্গাপুর উৎসব মঞ্চের চারিদিকে। একটি সূত্র মারফত জানা গেছে প্রায় ১৫ হাজার মানুষ পালাক মুচ্ছালের অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ট্রাফিক বিভাগ ও দুর্গাপুর থানার পুলিশের বৈজ্ঞানিক ‘ক্লাউড কন্ট্রোল ম্যানেজমেন্টের’ ফলে প্রায় ১৫ হাজার দুর্গাপুরের মানুষের শান্তিপূর্ণ জমায়েত হয়েছিল চিত্রালয় মেলা ময়দানে। সাধারণ দুর্গাপুরের বাসিন্দারা ঠান্ডা কে উপেক্ষা করে খোলা আকাশের নিচে সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে উপভোগ করেনে। এবছর দুর্গাপুর উৎসবের মূল মঞ্চের জন্য তৈরি করা হয়েছিল একটি আন্তর্জাতিক মানের হ্যাঙ্গা এর ভেতরে। ওই হ্যাঙ্গার এনক্লোজারের নাকি সর্বোচ্চ ৩০০০ মানুষের বসার সুব্যবস্থা ছিল।দুর্গাপুর উৎসব ২০২৫ আয়োজক সংস্থার পক্ষ থেকে উৎসব শুরু হওয়ার প্রায় পাঁচ দিন আগেই একটি সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল এবার দুর্গাপুর উৎসব ২০২৫ মূল মঞ্চ ও তার আশেপাশের এলাকা সুরক্ষিত রাখা হবে ও শুধুমাত্র প্রশাসন ও আয়োজক কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই প্রবেশ অধিকার পাবেন। বিখ্যাত টলিউড ও বলিউডের চিত্র তারকা ও সংগীত শিল্পীদের নিরাপত্তা বিষয়ক কারণে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সুত্র মারফত এও জানা গেছে যেসব বিখ্যাত সংগীত শিল্পীরা দুর্গাপুর উৎসব ২০২৫ এ তাদের অনুষ্ঠান পরিবেশন করতে আসছেন তাদের সঙ্গে বেশ কিছু সংস্থার ‘কপিরাইট’ চুক্তিবদ্ধ থাকার ফলে তারা পরিষ্কারভাবে উদ্যোক্তাদের জানিয়ে দেন, তাদের এদিনর পরিবেশিত অনুষ্ঠান কোনভাবেই সম্প্রচার করা যাবে না নির্দিষ্ট উক্ত ওই কপিরাইট সংস্থার অনুমতি ছাড়া। ঠিক এরপরেই দুর্গাপুর উৎসব ২০২৫ আয়োজক কমিটির উদ্যোক্তারা সংবাদ মাধ্যম ও ডিজিটাল সংবাদ মাধ্যমের সহযোগিতা চান।