পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বাংলার চার জেলায় নতুন চার জেলাশাসক নিয়োগ করল নির্বাচন কমিশন। গত কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসককে সরিয়ে দেয় কমিশন। আজ শুক্রবার মুখ্যসচিব বিপি গোপালিককে চিঠি দিয়ে ওই চার জেলার জেলাশাসকের নাম অনুমোদন করল নির্বাচন কমিশন।পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক হিসেবে ২০১০ সালের ব্যাচের আইএএস জয়শী দাসগুপ্তকে অনুমোদন দেওয়া হয়েছে । বীরভূমের জেলাশাসক পদের জন্য কমিশন সবুজ সংকেত দিয়েছে শশাঙ্ক শেঠিকে। ইনিও ২০১০ সালের ব্যাচের আইএএস। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক করা হচ্ছে ২০১১ সালের ব্যাচের রাধিকা আইয়ারকে এবং ঝাড়গ্রামের নতুন জেলাশাসক করা হয়েছে ২০০৭ সালের ব্যাচে মৌমিতা গোদারা বসুকে। ২৩শে মার্চ অর্থাৎ শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের নতুন দায়িত্বে কাজে যোগ দিতে হবে জানা গিয়েছে।