Skip to content

তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা!

1 min read

আলিপুরদুয়ার বিনয় নার্জিনারী : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বারলা ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাসিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভায় জন বারলা। সাংবাদিক এর প্রশ্নে জন বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে আমি হাজির হয়েছি। মাননীয়া রাজ্যের অভিভাবক, চা বাগান সহ এলাকার সমস্যা সমাধান করতে পারবেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন স্থির করব।’ কী কারণে বিজেপি ছাড়ছেন? ক্ষোভের সঙ্গে বারলার জবাব, ‘যেখানে সম্মান পাব না, সেখানে থেকে কী লাভ। আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে।’ একই সঙ্গে তরাই এবং ডুয়ার্সের চা বাগানের জন্য বিজেপি কোনও কাজ করেনি বলেও অভিযোগ তুলেছেন তিনি। প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ বলেন, ‘একটু সময় লাগবে। মাসখানেক মতো। কারণ শুধু আমার একার যোগদান করলে তো হবে না, আমার সঙ্গে অনুগামীরাও রয়েছেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন স্থির করব।’

Latest