Skip to content

জেমিনি AI দিয়ে শাড়ির সাজে দেখছেন নিজেকে? বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে না তো?

1 min read

নিজস্ব সংবাদদাতা :  সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল জেমিনি এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি। ছবিতে অনেকেই নিজেকে লাল রঙের ফিনফিনে শাড়িতে সাজিয়ে তুলছেন। এর জন্য নিজের একটি ছবি আপলোড করে, একটি নির্দিষ্ট কমান্ডও দিতে হচ্ছে। কিন্তু এই ট্রেন্ড আপনার ছবিগুলির নিরাপত্তা নিয়ে কোনও বিপদ ডেকে আনবে না তো?"ন্যানো ব্যানানা" গুগলের জেমিনি ন্যানো মডেলের উপর নির্মিত একটি এআই ফটো-এডিটিং টুল। এটি সাধারণ সেলফিগুলিকে আকর্ষণীয় থ্রিডি মূর্তি-শৈলীর প্রতিকৃতিতে পরিণত করে। চকচকে প্লাস্টিকের মতো ত্বক, বড় আকারের অভিব্যক্তিপূর্ণ চোখ এবং কৌতুকপূর্ণ কার্টুনিশ ছবি বানিয়ে দেয় মুহূর্তের মধ্যে।এই সরঞ্জামটি ব্যবহার করে পরীক্ষা করার সময়, ইউজাররা ভিনটেজ শাড়ি এআই ট্রেন্ডেও নিজেকে সাজিয়ে তোলে। ভিনটেজ শাড়ি এআই-জেনারেটেড ছবি তৈরি করছেন মূলত মহিারাই।

Google Gemini Nano Banana AI Saree Trend: Are Your Photos At Risk? IPS  Officer Raises Concern; How Can You Keep Your Photos Safe | Technology News  | Zee News

ঐতিহ্যবাহী শাড়িতে সাজছেন তারা। কিন্তু এই এআই ট্রেন্ড কি আদৌ নিরাপদ? "ন্যানো ব্যানানা" গুগলের জেমিনি ন্যানো মডেলের উপর নির্মিত একটি এআই ফটো-এডিটিং টুল। এটি সাধারণ সেলফিগুলিকে আকর্ষণীয় থ্রিডি মূর্তি-শৈলীর প্রতিকৃতিতে পরিণত করে। চকচকে প্লাস্টিকের মতো ত্বক, বড় আকারের অভিব্যক্তিপূর্ণ চোখ এবং কৌতুকপূর্ণ কার্টুনিশ ছবি বানিয়ে দেয় মুহূর্তের মধ্যে। এই সরঞ্জামটি ব্যবহার করে পরীক্ষা করার সময়, ইউজাররা ভিনটেজ শাড়ি এআই ট্রেন্ডেও নিজেকে সাজিয়ে তোলে। ভিনটেজ শাড়ি এআই-জেনারেটেড ছবি তৈরি করছেন মূলত মহিারাই।ঐতিহ্যবাহী শাড়িতে সাজছেন তারা। কিন্তু এই এআই ট্রেন্ড কি আদৌ নিরাপদ? প্রশ্ন তুলে দিয়েছেন ঝলক ভাবনানি নামে এক যুবতী। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি জানিয়েছেন, তিনিও এই ট্রেন্ডে সামিল হতে গিয়েছিলেন।

झलक भावनानी ✨ on Instagram: “Uploaded my image on Gemini… found something creepy😳 #gemini #geminiai #generate #aigeneratedart #trending #trendingreels #creepy #mystery #weird #storytelling #storytimes #storytellers #storyofmylife #aigeneratedimages #instagood #instagram #ᴛʀᴇɴᴅɪɴɢᴀᴜᴅɪᴏ #privacy #privacymatters #dataprivacy #technology #technews”
316K likes, 6,397 comments - jhalakbhawnani on September 13, 2025: “Uploaded my image on Gemini… found something creepy😳 #gemini #geminiai #generate #aigeneratedart #trending #trendingreels #creepy #mystery #weird #storytelling #storytimes #storytellers #storyofmylife #aigeneratedimages #instagood…

জেমিনিতে আপলোড করেছিলেন তাঁর একটি ছবি। জেমিনি তাঁকে তাঁর পছন্দমতো শাড়ি পরা মার্জিত ছবি তৈরি করে দিয়েছিল। কিন্তু ছবিটি ভালো করে দেখতে গিয়ে চমকে গিয়েছেন ঝলক।জেমিনির তৈরি করে দেওয়া ছবিটিতে তাঁকে একটি সেমি-ট্রান্সপারেন্ট কালো শাড়িতে দেখা গিয়েছে। শাড়ির উপর দিয়ে দেখা যাচ্ছে তাঁর ডান হাতের উপরের দিকে একটি তিল রয়েছে। অথচ, তিনি যে ছবিটি জেমিনিতে আপলোড করেছিলেন, সেই ছবিটিতে তাঁর হাতের ওই অংশে কোনও তিল দেখা যাচ্ছিল না।

Gemini's Nano Banana: How Google's AI creates lifelike photo edits | Tech  News - Business Standard

কারণ তাঁর হাতের ওই অংশটি কামিজের হাতায় ঢাকা ছিল।ঝলক বলেছেন, ‘জেমিনি কী ভাবে জানল যে আমার শরীরের এই অংশে তিল আছে? আপনারা এই তিলটি দেখতে পাচ্ছেন। এটা খুবই ভয়ের ব্যাপার, খুবই ভয়ের। এটা কী ভাবে ঘটল, আমি এখনও নিশ্চিত নই। আমি আপনাদের সকলের সঙ্গে এই তথ্য ভাগ করে নিতে চাই। সোশ্যাল মিডিয়া বা এআই প্ল্যাটফর্মে কিছু আপলোড করার সময়ে আপনারা দয়া করে সতর্ক থাকুন।’

Latest