Skip to content

গুগল ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার তৈরি করছে অন্ধ্রপ্রদেশে!

নিজস্ব সংবাদদাতা:  দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে অ্যালফাবেটের ১ গিগাওয়াট ডেটা সেন্টার এবং এর বিদ্যুৎ অবকাঠামো নির্মাণে গুগল ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা ভারতে ইউনিটটির প্রথম বিনিয়োগ হবে। বন্দর নগরী বিশাখাপত্তনমে নির্মিত এই ডেটা সেন্টার বিনিয়োগের মধ্যে রয়েছে ২ বিলিয়ন ডলার পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা যা সুবিধাটি বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হবে, বিষয়টি সম্পর্কে সরাসরি জ্ঞান থাকা অন্ধ্র প্রদেশ সরকারের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। বিশাখাপত্তনমে তৈরি হতে চলেছে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার। আর সেই প্রকল্পে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল। এই প্রথমবার ভারতীয় মাটিতে এমন বড়সড় ডেটা সেন্টার গড়তে চলেছে আলফাবেট সংস্থা। শুধু ভারতেই নয়, গোটা এশিয়ায় এটি হবে সবচেয়ে বড় বিনিয়োগ ও ক্ষমতার ডেটা সেন্টার। এর আগে গুগল দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে একাধিক ডেটা সেন্টার বানিয়েছে।

Latest