Skip to content

কোনো ভারতীয় খেলোয়াড়কে এমনভাবে অপমানিত হতে দেখিনি!

নিজস্ব সংবাদদাতা : রোহিতকে কার্যত তাঁর ইচ্ছার বিরুদ্ধেই বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে বললেন হার্দিক। রোহিত সাধারণত বৃত্তের মধ্যেই ফিল্ডিং করেন। বাউন্ডারি লাইনের ধারে তিনি ফিল্ডিং করছেন, ক্রিকেট মাঠে এমন দৃশ্য বিরল। সেই কাণ্ডই ঘটল রবিবারের হাইভোল্টেজ ম্যাচে। রীতিমতো হার্দিক পান্ডিয়াকে টিটকিরি দিলেন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকরা। সেই দৃশ্য রবিবারেই দেখেছে আইপিএল দুনিয়া। রোহিতের অধিনায়কত্বে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল জিতেছে। এমন ক্যাপ্টেনকে সরানোটা স্বভাবতই মন থেকে মেনে নিতে পারেননি মুম্বইয়ের অনুরাগীরাও। কয়েক লক্ষ ফলোয়ার রোহিতকে অধিনায়ক পদ থেকে অপসারণের পরই মুম্বইকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা ছেড়ে দিয়েছেন। পাশাপাশি, রোহিত এবং তাঁর স্ত্রীও বুঝিয়ে দিয়েছেন, তাঁরা এই অপসারণটা খোলা মনে মেনে নিতে পারছেন না। পাশাপাশি, ম্যাচের মধ্যেই আমদাবাদের গ্যালারিতে দর্শকদের মধ্যে মারপিট লেগে গেল। রীতিমতো চড়, কিল, ঘুষি মারতে দেখা যায় কয়েকজন দর্শককে। আর সেই ঘটনাটি গত রবিবার গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের মধ্যেই ঘটেছে বলে দাবি করা হয়েছে। কেউ কেউ আবার অভিযোগ করেছেন যে ঝামেলাটা হয়েছে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার সমর্থকদের মধ্যে। হার্দিককে সমর্থন করায় রোহিতের ফ্যানরা কয়েকজনকে মেরেছেন বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। আদৌও রোহিত এবং হার্দিকের সমর্থকদের মধ্যে মারপিট হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

Latest