Skip to content

আগরতলা ও কলকাতার হাইকমিশনারকে ফেরানো হলো ঢাকায়!

ঢাকা, জাকির হোসেন: কলকাতা এবং আগরতলায় কর্মরত বাংলাদেশের হাইকমিশনের দুই উচ্চতর আধিকারিককে জরুরি ভিত্তিতে ফিরিয়ে নেওয়া হয়েছে ঢাকায়৷ কয়েকদিন আগেই ভাঙচুর করা হয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে। এরই পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে। তারপরেই ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে ফিরিয়ে নিয়েছে ঢাকা। সূত্রের খবর, মাত্র ২৪ ঘণ্টার নোটিশে এই দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। বৃহস্পতিবারই ঢাকা ফিরে গিয়ে আশরাফুর রহমান সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। কী কারণে এই দুই কূটনীতিককে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। তবে,বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তাঁদেরকে ফিরিয়ে এনেছে ঢাকা। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। ওই হাইকমিশনের অফিসে ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকায়। এরপরই ওই হাইকমিশনের যাবতীয় কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।নিরাপত্তাহীনতার কথা বলে ওই অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ওই হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দেয় ভারতের বিদেশ মন্ত্রক। এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা ছাড়াও চারজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং হিন্দু নেতা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার পরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই অবস্থায়, আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের বিদেশ সচিবদের মধ্যে বৈঠক হতে চলেছে। ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে ওই বৈঠকে বসবেন বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় এটাই হবে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের আধিকারিকদের মধ্যে প্রথম বৈঠক। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের আলোচনা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের। তখনই এই বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল।

Latest