Skip to content

আমতা সমবায় কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মানবিক পরিষেবার রূপায়ণ ও ভবিষ্যৎ পরিকল্পনা!

1 min read

হাওড়া অভিজিৎ হাজরা : ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ কে সামনে রেখে মুমুর্ষু মানুষদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আমতা ২ নং ব্লক সমবায় কৃষি উন্নয়ন সমিতি সমূহের উদ্যোগে আমতা ২ নং ব্লক সমবায় কর্মচারী কল্যাণ সমিতি - র সহযোগিতায় ভাতেঘরী (ওরফে ভাটটিকরী ) সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর অডিটোরিয়ামে মানবিক পরিষেবা রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এই রক্তদান শিবিরে আমতা ২ নং ব্লকের অন্তর্গত সমবায় সমিতির অধীন প্রত্যন্ত গ্ৰামগুলি থেকে পুরুষদের পাশাপাশি মহিলার রক্তদান করার জন্য উপস্থিত হয়েছিলেন। মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল প্রশংসনীয়।রক্ত সৈনিকদের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন আমতা ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ মেহেবুব আলি, জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় পাল, আমতা ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সেখ জাকির হোসেন, হাওড়া রেঞ্জ অডিটর ইন্দ্রনীল গাঙ্গুলি, হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক - ঝিখিড়া শাখার ফিল্ড অফিসার কৃষ্ণেন্দু সাঁতরা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১০০ জন রক্তদান আন্দোলনের সৈনিক রক্তদান করে পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের শরিক হয়ে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক এ রক্তের অভাবে রক্তের যোগান দিলেন।কোঠারি ব্লাড ব্যাঙ্কের চিকিৎসকদের সহযোগিতায় রক্তদান শিবির সুষ্ঠুভাবে সম্পন্ন হল। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে রক্তদাতা সৈনিকদের অভিনন্দন জানিয়ে আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পাল বলেন, ' আমতা ২ নং ব্লকের অন্তর্গত কৃষি উন্নয়ন সমবায় সমিতি গুলি শুধুমাত্র কৃষকদের সার্বিক উন্নয়ন,গ্ৰামীণ আর্থ সামাজিক পরিকাঠামোর উন্নয়নে কাজ করছে না।এই ব্লকের কৃষি সমবায় সমিতি গুলি মুমুর্ষু মানুষদের জীবন দান করার জন্য রক্তদান শিবিরের ও আয়োজন করেছে ' । তিনি সমবায় আন্দোলনের গুরুত্ব,সমবায়ে সদস্য - সদস্যার সংখ্যা বৃদ্ধি, মহিলাদের বেশি বেশি করে সমবায়ের সদস্যা করার জন্য উদ্যোগ গ্ৰহণ করতে বলেন। তিনি রক্তদান করার উপকারিতা এবং রক্তদানের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ প্রাইমারী এগ্ৰিকালচারাল ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠন এর হাওড়া জেলা সম্পাদক দেবব্রত কর্মকার বলেন, ' আমরা কৃষকদের সার্বিক উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের সদস্য - সদস্যাদের উন্নয়ন,গ্ৰামীণ আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা - কর্মসূচি গ্রহণ করে নিয়ন্তর কাজ করে চলেছি। আমরা মুমুর্ষু মানুষদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমাদের লক্ষ্য আমাদের সমিতির এলাকাধীন গ্ৰাম গুলির মানুষদের জন্য নিয়মিত ফ্রি চিকিৎসা শিবির, বিনামূল্যে ঔষধ প্রদান, চক্ষু পরীক্ষা শিবির,বস্ত্র উপহার, শীতবস্ত্র উপহার,দুঃস্থ ছাত্র -ছাত্রীদের পড়াশোনার জন্য তাদের পাশে থেকে তাদের সবরকম সহযোগিতা করা,সুখ - দুঃখে মানুষের পাশে থেকে তাদের সুখ - দুঃখে সাথি হওয়া ' ‌।

Latest