Skip to content

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পুরুষদের এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত!

1 min read

নিজস্ব সংবাদদাতা :হকিতে এশিয়া সেরা ভারত, রবিবার ৭ই সেপ্টেম্বর রাজগীরে ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে পুরুষদের এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারত।এশিয়া কাপ ফাইনালে কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থবার শিরোপা ঘরে তুলল ‘মেন ইন ব্লু’। একইসঙ্গে নিশ্চিত করল ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা।

ফাইনালের শুরুতেই ঝড় তোলে ভারত। সিটি বাজার পর মুহূর্তেই গোল করে দলকে এগিয়ে দেন সুকজিত। এরপর ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে যায় কোরিয়ার রক্ষণভাগ।

May be an image of 3 people, people playing soccer, people playing football and text

অভিষেক ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পর ফাইনালেও জ্বলে ওঠেন দিলপ্রীত।ফলে ৪-১ ব্যবধানের জয়ে ভারতীয় হকিতে ফের একবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এল।

Latest