নিজস্ব সংবাদদাতা : সোমবার দক্ষিণপূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বড়গাছিয়া স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ঘটে যায় বিপত্তি। যার ফেল বেশকিছুক্ষণ ধরে বন্ধ ট্রেন চলাচল। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে কোনওরকম কাজ শুরু হয়নি বলে অভিযোগ যাত্রীদের একাংশের। যার ফলে হাওড়া-আমতা সেকশন বন্ধ হয়ে রয়েছে পরিষেবা। তবে আপাতত মেরামতির কাজ শুরু হয়েছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা রোডের বড়গাছিয়া স্টেশনে। জানা গিয়েছে, সোমবার সকাল ৬.০৫ নাগাদ একটি ট্রেন আমতার দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময় বড়গাছিয়া স্টেশনে ঢোকার আগে ওভারহেডের একটি তারের সঙ্গে জড়িয়ে যায় প্যান্টোগ্রাফ। যার জেরে তারটি ছিঁড়ে ট্রেনের উপরে পড়ে।সপ্তাহের প্রথম দিনেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।