Skip to content

দীর্ঘ ২০ বছর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন (অনূর্ধ্ব-২০) ভারতীয় মহিলা ফুটবল দল!

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ২০ বছর পর আবার ইতিহাসেসের পাতায় অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দল। ভারতীয় মেয়েরা শেষবার ২০০৬ সালে (অনূর্ধ্ব-২০) এশিয়ান কাপে খেলেছিল। এইবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা ফুটবল দল। রবিবার ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আয়োজক দেশ মায়ানমারকে ১-০ গোলে হারিয়েছে ভারত। এই জয়ের পর ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহিলা ফুটবল দল। ভারতের হয়ে জয়সূচক গোল করেন পূজা। এই জয়ের ফলে গ্রুপে শীর্ষস্থান দখল করেছে ভারত। ২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ। সেই মেগা টুর্নামেন্টে খেলবে অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা দল। উল্লেখ্য, ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলও গত মাসে এএফসি মহিলা এশিয়ান কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার জুনিয়ররাও এশিয়ান কাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করে দেশের নাম উজ্জ্বল করলেন।

Latest