নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে আরও তিনটি রুটে বিমান পরিষেবা চালু হল । শুক্রবার থেকে ভুবনেশ্বর, বাগডোগরা রুটে ও শনিবার থেকে গুয়াহাটি রুটে বিমান পরিষেবা চালু হল দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে । একদিকে, ওড়িশা অন্যদিকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নতুন রুট অনেকটাই সাহায্য করবে। শুক্রবার থেকে ভুবনেশ্বর, বাগডোগরা রুটে ও শনিবার থেকে গুয়াহাটি রুটে বিমান পরিষেবা চালু হল দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে। উড়ান সংস্থা ইন্ডিগো দেবে এই পরিষেবা। সপ্তাহে ৭দিন ভুবনেশ্বর, ৪দিন বাগডোগড়া এবং ৩দিন গুয়াহাটির বিমান চলাচল করবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল।অন্ডাল বিমানবন্দর থেকে বর্তমানে দিল্লি, চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদের উড়ান চালু রয়েছে। এবার সেই তালিকায় যোগ হল ভুবনেশ্বর, বাগডোগড়া ও গুয়াহাটি। এই রুটগুলিতে এটিআর বিমান চালাচ্ছে ইন্ডিগো।পাশপাশি, পর্যটকদের অনেকটাই সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।