Skip to content

ক্যারাটে প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সম্মাননা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পূর্ব ভারত ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সম্প্রতি অনুষ্ঠিত হলো ভূবনেশ্বরে।পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বেশ কিছু প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল ।অংশগ্রহণ কারী ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ী ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করা হলো মেদিনীপুর জেলা সেইসিনকাই সিতেরিউ ক্যারেটে অ্যাসোসিয়েশান এর পক্ষ থেকে। সংবর্ধিত হলেন বিভিন্ন বিভাগে স্বর্ণপদক জয়ী সোমরাজ পাণ্ডে,লাবণ্য জানা,সৌম্যদীপ ঘোষ, রৌপ্যপদক জয়ী ভার্গবী পাল, শেখ কাইফ মেহেমুদ অয়ন্তিকা সিংহ,অরিষ গোস্বামী, ব্রোঞ্জ পদক জয়ী অকৃত মিস্ত্রিকে ।পাশাপাশি ডিএভি জোনাল স্তরে স্বর্ণ পদক জয়ী রূপকথা পাল
স্বরলিপি ঘোষকে সম্মাননা জানানো হয়।পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া-সংসদে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ক্যারাটে সংস্থার সম্পাদক তথা প্রধান প্রশিক্ষক সিহান রাসবিহারী পাল জানান জোনাল স্তরে, রাজ্য স্তরে জেলার প্রতিযোগীরা ভালো ফল করেছে ন্যাশন্যাল স্তরেও ভালো ফল করবে আশা করছি। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অনুপ কুমার ব্যানার্জী, জেলা ক্রীড়া সংসদের কর্মকর্তা সৈকত মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।তবে শুধু মেয়েরা নয়, ছেলেরাও এই প্রতিযোগিতায় সমানভাবে সাফল্যের ছাপ রেখেছেন।

Latest