Skip to content

এমএস ধোনি ১০৩ বছর বয়সী সিএসকে ফ্যান এস রামদাস!

নিজস্ব সংবাদদাতা : চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি ১০৩ বছর বয়সী সিএসকে ফ্যানের দিনটিকে অতিরিক্ত বিশেষ করে তুলতে একটি মুহূর্ত নিয়েছিলেন।চেন্নাই সুপার কিংসের সমর্থক "এস রামদাস" বয়স ১০৩ বছর। তাঁকে উপহার পাঠালেন মহেন্দ্র সিংহ ধোনি। রামদাসের ছেলের হাত দিয়ে তাঁর কাছে উপহার পাঠালেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। রামদাসের নাম লেখা জার্সিতে সই করে পাঠালেন ধোনি।ব্রিটিশ মিলিটারিতে ছিলেন রামদাস। ধোনির প্রতি ভালবাসা আগেও প্রকাশ করেছিলেন তিনি। চেন্নাই পঞ্চম বার আইপিএল জেতার পর একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল রামদাসের উচ্ছ্বাস। তাঁর সেই ভালবাসা দেখেই উপহার পাঠালেন ধোনি। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ধোনির খেলা দেখতেন রামদাস। নিজে ক্রিকেট খেলতে ভয় পেতেন। এখন সেই ক্রিকেটই তাঁর ভালবাসা। ধোনিকে এক বার দেখার জন্য উদগ্রীব ছিলেন রামদাস।এই বছর রামদাসের বয়স হবে ১০৪ বছর। ১৯২০ সালে কোয়েম্বাতুরে জন্ম রামদাসের। তিনি পরাধীন ভারতে ব্রিটিশ সেনার হয়ে কাজ করেছেন। সেই থেকে ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা তৈরি হয়। নিজে ক্রিকেট খেললেও ব্যাট করতে ভয় পেতেন, তিনি বোলিং করতেন। তবে তিনি ক্রিকেট খেলার থেকেও দেখতে বেশি পছন্দ করতেন।টুইটারে শেয়ার হওয়া একটি ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, 'আমি ১০৩ বছর বয়সি সিনিয়র। আমি বৃদ্ধ নই। আমি সিনিয়র ইয়ুথ। আমি ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেট দেখি।

Latest