Skip to content

লঞ্চ হতে যাচ্ছে চন্দ্রযান-৪!

নিজস্ব সংবাদদাতা : ভারত তৈরি হচ্ছে চতুর্থ চন্দ্র অভিযানের জন্য। এতদিন পর্যন্ত ইসরোর প্রতিটি মহাকাশ অভিযানেই একটি করে রকেট ব্যবহার করা হয়েছে। কিন্তু, চন্দ্রযান-৪-এর ক্ষেত্রে বদলে যাচ্ছে হিসেব। এই প্রথম একটিই অভিযানের জন্য দু-দুটি রকেট লঞ্চ করবে ইসরো। তাও আবার একই দিনে নয়, দুটি পৃথক পৃথক দিনে। এর জন্য ব্যবহার করা হবে, ভারী মাল বহনে সক্ষম এলভিএম-৩ এবং হালকা ভার বহনে সক্ষম পিএসএসভি রকেট। এই দুই রকেটে চন্দ্রযান-৪-এর ভিন্ন ভিন্ন পেলোড পাঠানো হবে। প্রসঙ্গত, চন্দ্রযান-৩-এর লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফল অবতরণ এবং চন্দ্রপৃষ্ঠে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো। চন্দ্রযান-৪ অভিযানের লক্ষ্য কিন্তু আরও বড়। চাঁদের বুক থেকে চাঁদের মাটি এবং পাথর পৃথিবীতে ফিরিয়ে আনতে চলেছে ইসরো।

Latest