নিজস্ব সংবাদদাতা : বলিউডে ফের শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে নিজের জীবন শেষ করে দিলেন তরুণ অভিনেতা সচিন চন্দওয়াড়ে, যিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জামতাড়া ২’-এর মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন। কর্মজীবনের শুরুতেই এমন মর্মান্তিক পরিণতি, স্তব্ধ তাঁর পরিবার থেকে শুরু করে সহকর্মীরা। খুব শীঘ্রই একটি মরাঠি ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁর। সেই তথ্য ও ছবি নিজের সমাজমাধ্যমে পোস্টও করেন সচিন। কিন্তু, তার আগেই সব শেষ। ঘটনা মঙ্গলবার, ২৩ অক্টোবর। অভিনেতার বাড়ির লোকেরা তাঁকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাশের গ্রামের একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি — ২৪ অক্টোবর দুপুর দেড়টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সচিন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনও পর্যন্ত মৃত্যুর পেছনের কারণ স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ‘জামতাড়া ২’ সিরিজে তাঁর পারফর্মেন্স দর্শকমহলে প্রশংসিত হয়েছিল, সেই সাফল্যের পর তিনি আরও কিছু প্রোজেক্টে যুক্ত হওয়ার কথাও চলছিল। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক পুরো বিনোদন জগৎ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। সহ-অভিনেত্রীদের এক জন লিখেছেন, “ওর মতো হাসিখুশি মানুষ এমন কিছু করতে পারে, বিশ্বাসই হচ্ছে না।” বলিউডে গত কয়েক মাসে একের পর এক তরুণ শিল্পীর মৃত্যুতে গভীর উদ্বেগ ছড়িয়েছে। সচিনের অকাল মৃত্যু আবারও মনে করিয়ে দিল, গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা মানসিক যন্ত্রণার গল্পটা কত ভয়ঙ্কর হতে পারে।
