Skip to content

ঝাড়গ্রাম জেলার ৬১ জন পুলিশ কর্মীকে সংবর্ধনা!

ঝাড়গ্রাম নিজস্ব প্রতিবেদন : গত ২৯ শে সেপ্টেম্বর খড়গপুর টাউন থানার গোলবাজারে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটেছিলো। গুলিবিদ্ধ হন সোনার দোকানের মালিক। সোনার দোকানে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ঝাড়গ্রাম জেলা পুলিশের তৎপরতায় ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার এলাকায় চাষের জমির উপরে ড্রোন উড়িয়ে ধান চাষের জমি থেকে ৬ জন ডাকাতকে ধরে পুলিশ কর্মীরা। সেই সঙ্গে উদ্ধার করা হয় একটি গাড়ি। ডাকাতি করে নিয়ে যাওয়া সোনার গহনা এবং ডাকাত দলের কাছে থাকা আগ্নেয়াস্ত্র। ওই অপারেশনের ঘটনায় ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ও উত্তম কুমার ঘোষ এর নেতৃত্বে গোপীবল্লভপুর, বেলিয়াবেড়া, জামবনি থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা অংশগ্রহণ করেন।তাই সেই দিনই ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা যে সকল পুলিশ কর্মী ও আধিকারিক ঐদিন ডাকাত দলের সকলকে গ্রেফতার করেছে তাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তাই শুক্রবার ঝাড়গ্রাম জেলার লালগড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের ব্যায়ামাগারএর আনুষ্ঠানিক উদ্বোধন ও চক্ষু ,স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ঝাড়গ্রাম জেলার ৬১ জন পুলিশ আধিকারিক ও কর্মীদের ফুলের তোড়া ,স্মারক, মানপত্র দিয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।সংবর্ধনা জানানো হয় অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, উত্তম কুমার ঘোষ, বেলিয়াবেড়া থানার পুলিশ কর্মী মনীশ মাহাতো, রিন্টু সিংহ গোপীবল্লভপুর থানার পুলিশ কর্মী রাজিব মাঝি, ঘাসিরাম মাহাতো সহ মোট ৬১ জনকে। যার মধ্যে ৯ জন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। এর ফলে পুলিশকর্মীরা কাজে আরো বেশি মনোবল ফিরে পাবে বলে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

No photo description available.

LikeCommentShare

Latest