Skip to content

ঝাড়গ্রাম জেলায় সাঁকরাইল ব্লকের জমিহারা কৃষকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলায় সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ব্যাপকভাবে যে জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল সেখানে আনুমানিক ১২৩ জন কৃষক জমি হারিয়েছেন।হারানো জমি পুনরুদ্ধার এর জন্য প্রয়োজনীয় সমস্ত প্রকার আইনি সহায়তা প্রদানের জন্য ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ আজ সাঁকরাইল ব্লকের পাথরা অঞ্চলে সমস্ত জমিহারা কৃষকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করে,এই সভার মুল উদ্দেশ্য ছিল জমিহারা কৃষকদের জমি উদ্ধারের জন্য সমস্ত প্রকারের আইনি সহায়তা প্রদান করবে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদি যিনি জানান দেওয়ানী আদালতে সিভিল জজ জুনিয়র ডিভিশন কোর্ট এ মামলা ফাইল করতে হবে জাল দলিল কে চ্যালেঞ্জ করে,তারপর ডিগ্রি এলে কোর্ট থেকে জানানো হবে রেজিস্ট্রি অফিসে যে এই দলিল টি বাতিল করা হবে,যেহেতু ডিগ্রি র আগে রিলিফ সম্ভব নয়,তাই প্রত্যেক কে মামলা ফাইল করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আদালতের আইনজীবি কোহিনুরকান্তি সিনহা এবং জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের অফিস মাস্টার সুব্রত বারিক মহাশয় ও সাঁকরাইল ব্লকের সমস্টি উন্নয়ন আধিকারিক অভিষেক ঘোষ,সাঁকরাইল থানার ও.সি নীলমাধব দোলাই,সাঁকরাইল ব্লকের দুই অধিকার মিত্র অনুপম ঘোষ ও কৌশিক ভুঁইয়া,ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ জমিহারা কৃষকদের প্রতি আইনি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় জমিহারা কৃষকরা অনেকটাই আপ্লুত।

Latest