ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : রবিবার অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরির স্বরলিপি সঙ্গীত এ্যাকাডেমীর বসন্ত উৎসব। চল্লিশ বৎসর ধরে চলে আসা এই বনেদী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা ওশুভানুধ্যায়ী গণ কর্ত্তৃক ২য় বর্ষের এই বসন্ত উৎসবের মহতী অনুষ্ঠানে নৃত্য,গীত, আবৃত্তি ও বক্তব্য উপস্থাপিত হয়।এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন উদ্বোধক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা: অরুণ গিরি, প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র, বিশিষ্ট অতিথি আঞ্চলিক কবি খগেন জানা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলীপ বটব্যাল, তরুণ পড়্যা, গৌতম ষড়ঙ্গী,জয়ন্ত গুচ্ছাইত, বিশিষ্ট কবি ও সাহিত্যিক হরেন্দ্রনাথ ভৌমিক প্রমুখ।মাঙ্গলিক ধূন পরিবেশন করেন বেহালায় মলয় মিশ্র, তবলায় প্রকাশ দে,অন্তিক পাত্র, এফেক্টসে একাদশ পাত্র।

আবৃত্তি পরিবেশন করেন প্রাক্তন ছাত্রী অরুণিমা প্রধান, অর্পিতা দে, সুকান্ত প্রধান এবং আবৃত্তি বিভাগের ছাত্র ছাত্রী গণ। সঙ্গীত পরিবেশন করেন স্বরলিপি সঙ্গীত এ্যাকাডেমীর ছাত্রী গণ অনন্যা পাত্র, শ্রেয়া দাশ, সুনিতা প্রধান,সুনিষ্ঠা পৈড়্যা, সুচেতা দাশ বনশ্রী দাশ এবং স্বরলিপির সঙ্গীত বিভাগের প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী। প্রদীপ প্রজ্জ্বলন করেন উদ্বোধক ডাঃ অরুণ গিরি এবং সেই সময় সঙ্গীত পরিবেশন করেন স্বরলিপি সঙ্গীত এ্যাকাডেমী কুলটিকরী র অধ্যক্ষ কর্ণধার প্রদীপ কুমার মাইতি। সম্বর্ধিত হন বিশিষ্ট সাংবাদিক বন্ধু সৌমেন আদক ও স্ত্রী কথিকা আদক,পিকু মাইক সাউন্ড এর প্রোপাইটার অভিষেক সাহু(পিকু), নৃত্য বিভাগের প্রাক্তন ছাত্রী পপি। অনুষ্ঠান এ উদ্বোধনী সঙ্গীত 'নীল দিগন্তে ওই' এবং সমাপ্তি সঙ্গীত 'রাঙিয়ে দিয়ে যাও যাও'পরিবেশিত হয় ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা গণ কর্ত্তৃক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরলিপি সঙ্গীত এ্যাকাডেমী র আবৃত্তি বিভাগের শিক্ষিকা মৌমিতা মহাপাত্র ও স্বরলিপির কর্ণধার প্রদীপ কুমার মাইতি। অনুষ্ঠান এর সবশেষে বসন্তের বাংলা ও হিন্দি গানে বাজিয়ে নৃত্য পরিবেশন করেন মঞ্চের নীচে উপস্হিত এর মধ্যে প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এবং অভিভাবক অভিভাবিকা এবং প্রাক্তন ছাত্র ছাত্রী ও শুভানুধ্যায়ীগণ। অনুষ্ঠান টি সুন্দর ও সার্থক হওয়ার পেছনে যারা অমূল্য সময় নিঃস্বার্থ ভাবে ব্যয় করেছেন বসন্ত প্রধান, সন্ধ্যা প্রধান, দিলীপ পৈড়্যা,দেবচন্দন রাণা, রিংকু দাশ, সুকান্ত প্রধান, সঙ্গীতা ভৌমিক,অরুণ গুচ্ছাইত,বিষ্ণুপদ গুচ্ছাইত ও রিংকু মাইতি।প্রায় পাঁচশত জনের হার্দিক উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ বসন্তের ছোঁয়ায় ভেসে যায়।