নিজস্ব সংবাদাতা : মঙ্গলবার বনাধিকার গ্রাম সভা মোর্চা, ঝাড়গ্রামের পক্ষ থেকে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঝাড়গ্রাম মহকুমা শাসকের দপ্তরে ৫ দফা দাবি পেশ করেন। মহকুমা শাসকের অনুপস্থিতিতে তাঁরা সেকেন্ড অফিসার অরিজিৎ দাস ও বিসিডব্লিউ ইন্সপেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা জানান, ২০২০ সাল থেকে নয়াগ্রাম ও বিনপুর ২ ব্লকে ২১-২২টি গ্রামসভা গঠিত হলেও, বনাধিকার দাবির জন্য প্রয়োজনীয় মানচিত্র, রেকর্ড ও ফর্ম মেলেনি।

তবুও ১২টি গ্রামসভা নিজ উদ্যোগে ব্যক্তিগত ও সামুদায়িক দাবিপত্র জমা দিয়েছে। প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও যাচাই, স্বীকৃতি ও রেকর্ডভুক্তির কাজ হয়নি। ৩০ এপ্রিল কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রকের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবি নিষ্পত্তির জন্য দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চান। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক চৈতন বেসরা, মন্টু মুর্মু ও সমাজকর্মী ঝর্ণা আচার্য।