Skip to content

ঝাড়গ্রাম পুলিশের উদ্যোগে ৪৫০০ পড়ুয়াকে বিনা পয়সার শিক্ষার দিশা দেখছেন!

1 min read

নিজস্ব প্রতিবেদন :  ২০২২ সালে জুন মাসে দিশা কোচিং সেন্টারে ২৩১ জনকে নিয়ে পথ চলা শুরু করেছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা। জঙ্গলমহলের দরিদ্র পরিবারের পড়ুয়াদের জন্য শুরু অবৈতনিক কোচিং সেন্টার।মূলত পুলিশকর্মীরা এই কোচিং সেন্টারগুলিতে পড়াবেন। পুলিশ সুপার জানান, জেলার অনেক মেধাবী পড়ুয়া রয়েছে যারা অর্থের অভাবে টিউশন পড়তে পারে না। তাদের জন্যই এই কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মূলত পুলিশকর্মীরা এই কোচিং সেন্টারগুলিতে পড়াবেন। ৭৯ টি কোচিং সেন্টারে তারা বিনামূল্যে কোচিং সেন্টারগুলিতে পড়তে পারবে।আজ ৯৩টি কোচিং সেন্টারগুলিতে ৪৫০০ পড়ুয়াকে ৫০০ উর্দিধারী 'দিশা' দেখাচ্ছেন ঝাড়গ্রাম পুলিশ।

Latest