নিজস্ব সংবাদদাতা : জঙ্গলের নির্জন রাস্তায় প্রকাশ্য দিবালোকে বন্দুক ঠেকিয়ে প্রায় তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের জামবনি থানা এলাকায়। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই দুঃসাহসিক ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ জামবনির বালিডিহা পিচ রাস্তার ঘং ও বাহিরগ্রামের জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটে। চুটিয়া গ্রামের বাসিন্দা সুব্রত সিংহ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি (গ্রাহক পরিষেবা কেন্দ্র) চালান। প্রতিদিনের মতোই এদিন সকালে ব্যাঙ্ক থেকে গ্রাহকদের টাকা তুলে বাইকে করে গ্রামে ফিরছিলেন তিনি। অভিযোগ, ব্যাঙ্ক থেকে বেরোনোর কিছুক্ষণ পর একটি বাইকে তিনজন দুষ্কৃতী তাঁকে অনুসরণ করতে শুরু করে। ঘং পেরিয়ে জঙ্গলের ভিতর ঢুকতেই আচমকা সুব্রতের বাইকের পিছনে সজোরে লাথি মারে এক দুষ্কৃতী। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এর পরই শুরু হয় টানাটানি। টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনজন। প্রাণের ঝুঁকি নিয়ে সুব্রত ব্যাগ বাঁচানোর চেষ্টা করলেও দুষ্কৃতীরা পিছু ছাড়েনি। পরিস্থিতি বেগতিক দেখে এক দুষ্কৃতী পকেট থেকে বন্দুক বের করে তাঁর মাথায় ঠেকায়। শেষ পর্যন্ত প্রায় ২ লক্ষ ৮৫ হাজার টাকার বেশি নগদ নিয়ে বালিডিহার দিক দিয়ে চম্পট দেয় তারা। ধস্তাধস্তির সময় মাথায় আঘাতও পান সুব্রত। ঘটনার খবর পেয়ে জামবনি থানার পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সুব্রত সিংহ বলেন, “আমার কাছে গ্রাহকদের ২ লক্ষ ৬৮ হাজার টাকা এবং ব্যক্তিগত ১৭ হাজার টাকা ছিল। বুঝতে পারছিলাম আমাকে ফলো করা হচ্ছে, কিন্তু কিছু করার ছিল না। সবচেয়ে কষ্টের বিষয়, আশপাশে কেউ থাকলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি।” পুলিশ জানিয়েছে, ঘটনার পর আশপাশের থানাগুলিকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে জামবনি থানার পুলিশ।
জঙ্গলের রাস্তায় দুঃসাহসিক ছিনতাই! ঝাড়গ্রামে CSP কর্মীর কাছ থেকে লুট প্রায় ৩ লক্ষ টাকা...